মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের স্বার্থে, রায়গঞ্জে সবুজায়নের স্বার্থে, প্লাষ্টিকমুক্ত রায়গঞ্জের স্বার্থে এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের স্বার্থে গত ২৩ শে মার্চ , রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যানী মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল রায়গঞ্জের মেগা ইভেন্ট রান ফর রায়গঞ্জ।তার কিছু মুহূর্ত তুলে ধরা হল।
আজ ১ লা মার্চ, ২০২৫ , শনিবার , সকাল ৯ টায় , রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বাধীনতা সংগ্রামী তথা রায়গঞ্জের ভূমিপুত্র সরোজ কুমার বসু ( কালকেতু বসু) মহাশয়ের মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছিলাম, এছাড়া উল্লেখ্য তাঁর সুযোগ্য পুত্র , কন্যা এবং পুত্রবধূ শ্রদ্ধাজ্ঞাপন করবার জন্য উপস্থিত হয়েছিলেন।রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী সরোজ কুমার বসু মহাশয়ের জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মোড়ে (১ নং গেটের পার্শ্বে) তাঁর মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন ও শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হল।তার কিছু মুহূর্ত তুলে ধরা হল।
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫ – এর আজ প্রথম দিন , মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার বিশেষ অনুপ্রেরণায় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাতে এবং অভিভাবক অভিভাবিকাদের সাথে মিলিত হয়ে তাঁদের সাথে কথাবার্তা বলতে প্রথমে দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাই স্কুলের সম্মুখে এবং পরবর্তীতে রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের সম্মুখে পৌঁছে গিয়েছিলাম।তার কিছু মুহূর্ত তুলে ধরা হল।
Cleaning work at dumpsite for Construction of CPU at Bandar Dumping ground under Raiganj Municipality.
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ,
আমি কি ভুলিতে পারি??আজ রায়গঞ্জ পৌরসভার অফিস প্রাঙ্গনে বেলা সাড়ে ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ দের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানানো হল।বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ রায়গঞ্জ পৌরসভার সন্মানীয় বোর্ড মেম্বার ও প্রাক্তন কাউন্সিলর কো – অর্ডিনেটরগণ এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুগণ।
আজ ১ লা ফাল্গুন , ১৮৩১ , শুক্রবার ,
মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবির্ভাব দিবস।আজ সকাল ১০ টায় রায়গঞ্জ পৌরসভা ও ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতির যৌথ উদ্যোগে ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে ঠাকুর পঞ্চানন বর্মা মোড়ে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির পাদদেশে আমরা সকলে পৌঁছে গিয়েছিলাম শ্রদ্ধা নিবেদন এবং শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে স্মরণ এবং বরণের উদ্দেশ্যে।তার পরবর্তীতে ঠাকুর পঞ্চানন বর্মা মোড় থেকে একটি সুদৃশ্য র্যালি গান্ধী মূর্তির পাদদেশ ও বিবেকানন্দ মূর্তির পাদদেশ হয়ে বিধান মঞ্চে এসে শেষ হয় এবং বিধান মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম আবির্ভাব দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।উল্লেখ্য , বিধান মঞ্চের সন্মুখে ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতির উদ্দেশ্যে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।তার কিছু মূহুর্ত তুলে ধরা হল।
০৭/০২/২০২৫ তারিখে বিকেল 3 টায় ডি.এম মহাশয় এর সম্মেলন কক্ষে রায়গঞ্জ বাসস্ট্যান্ড সম্পর্কিত একটি বৈঠক সভা অনুষ্ঠিত হয়।তার কিছু মুহূর্ত তুলে ধরা হল।
মাধ্যমিক পরীক্ষা ২০২৫ – এর আজ প্রথম দিন , রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাতে এবং অভিভাবক – অভিভাবিকাদের সাথে মিলিত হয়ে তাঁদের সাথে কথাবার্তা বলতে প্রথমে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এবং পরবর্তীতে রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবনের সম্মুখে পৌঁছে গিয়েছিলাম।তার কিছু মুহূর্ত তুলে ধরা হল।
Visited MAA CANTEEN at Raiganj Govt.Medical College and Hospital on 12.01.25.
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্য দিয়ে তাঁর একান্ত সাহচর্যে ও কর্মনিষ্ঠার ফলশ্রুতিতে দুয়ারে সরকারের নবম পর্যায়ের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ২৪ শে জানুয়ারি থেকে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
১২ ডিসেম্বর,২০২৪, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে নব নির্মিত ডাঃ বিধান চন্দ্র রায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্র এবং রায়গঞ্জ পৌরসভার ২২ নং ওয়ার্ডে নব নির্মিত নেতাজী সুভাষ কলোনী পৌর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধিত হয়েছে এবং গতকাল ১৪ ডিসেম্বর, ২০২৪ , রায়গঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে নির্মিত বাবলু দে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র এবং রায়গঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে নেতাজী সুভাষচন্দ্র বসু পৌর সুস্বাস্থ্য কেন্দ্র ও রায়গঞ্জ পৌরসভার ২৬ নং ওয়ার্ডে সুব্রত রায় মেমোরিয়াল পৌর সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধিত হল।
১২- ই জানুয়ারী,২০২৫, রবিবার , সকাল ৮.৩০ মিনিটে , রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্দ্যেশ্যে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রত্যক্ষ সহযোগিতায় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী মহাশয় এবং ভক্তমন্ডলীর উপস্থিতির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে স্বদেশ মন্ত্র পাঠ ও সংগীত এবং শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে আজকের দিনটি যথাযথ মর্যাদায় সাথে পালন করা হল মিশন প্রাঙ্গণে এবং পরবর্তীতে সকাল ৯ টায় রায়গঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডে পুরাতন ৩৪ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত গ্যাস গো – ডাউন মোড়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয় , অতঃপর সকাল ৯.৩০ মিনিটে ২৬ নং ওয়ার্ডে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার পরবর্তীতে সকাল ১০ টায় শহরের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান , শ্রদ্ধা নিবেদন এবং শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এখানে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য তুলে ধরেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী মহাশয় সহ বণিক সভার প্রতিনিধিগণ , মাননীয় ও মাননীয়া কো অর্ডিনেটরগণ।আজকের অনুষ্ঠানের কিছু মুহূর্ত তুলে ধরা হল।
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্ন রায়গঞ্জ রাখবার প্রয়াসে ড্রেনেজ সিস্টেমকে সচল রাখবার সাথে পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত রাখবার অভিপ্রায়ে আমরা রায়গঞ্জ পৌরসভা দীর্ঘদিন থেকে অবিরাম কাজ করে চলেছি।আজ সকাল ৯ টায় প্রবল শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় অভিযান করি এবং ক্যারিবাগ মুক্ত রাখবার জন্য মানুষকে সচেতন করে মানুষকে সচেতনতার বার্তা দিতে আমরা পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যগণ , রায়গঞ্জ পৌরসভার সম্মানীয় কো – অর্ডিনেটরগণ , বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুগণ এবং রায়গঞ্জ থানার অতন্দ্র প্রহরী পুলিশ বন্ধুদের সহযোগিতায় পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জ শহরের বন্দর পৌর বাজার সহ শহরের বিভিন্ন প্রান্তে ।বার বার প্রতিমাসে এই অভিযান চালানোর পরেও নিষিদ্ধ ক্যারিবাগ ব্যবহার করবার জন্য ব্যবহারকারী ক্রেতা ও বিক্রেতা মিলিয়ে সর্বমোট ২৩ জনকে জরিমানা করতে বাধ্য হই।ক্রেতা ও বিক্রেতাদের সহযোগিতার মধ্য দিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জ রাখবার লক্ষ্যকে জোরদার করতে চাইছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রতিমাসে সচেতনতা অভিযান চালানো সত্বেও প্রচুর নিষিদ্ধ ক্যারিব্যাগ আজও বাজেয়াপ্ত করা হয়েছে ।নিষিদ্ধ ক্যারিব্যাগ অভিযানের কিছু মুহূর্ত তুলে ধরা হল।
120 মাইক্রনের কম পুরু প্লাস্টিক ক্যারিব্যাগ আইনত নিষিদ্ধ, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও থার্মোকলের তৈরী থালা , বাটি,গ্লাসের ব্যাবহার বন্ধ করবার উদ্দেশ্যে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আজ বেলা ১টায় , রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে রায়গঞ্জ থানা, রায়গঞ্জ জেলা পুলিশ, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, দেবীনগর বাজার কমিটি, বীরনগর ব্যবসায়ী সমিতি, বন্দর পৌর বাজার কমিটি, মোহনবাটি বাজার কমিটি, গোশালা বাজার কমিটি, এফসিআই মোড় বাজার কমিটি ও একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যাগের ব্যবসায়ীগণ- দের নিয়ে এক বিশেষ সভার মুহুর্ত গুলো তুলে ধরা হল।
আজ 16/08/2023 তারিখে সন্ধ্যা ৬ টায় রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে নব নির্বাচিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া শ্রীমতি পম্পা পাল ও সহকারী সভাধিপতি জনাব গোলাম রুসুল এবং লড়াকু – জনপ্রিয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়কে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা জানিয়ে আমরা সম্মানিত,আনন্দিত, গর্বিত এবং আপ্লুত ।
আজ ১৫/০৮/২৩ তারিখে সকাল 9 টা 30 মিনিটে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে রায়গঞ্জ “০” কিলোমিটারে জাতীয় পতাকা উত্তোলনে আমরা ।
১৫/০৮/২৩ তারিখে সকাল 9 টায় রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনে আমরা
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্ম – জয়ন্তী,
রায়গঞ্জ পৌর এলাকার 26 নং ওয়ার্ডে দেবীনগরে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাপূর্ণ ভাবে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হল।
পশ্চিমবঙ্গ রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় ও ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে মাত্র ৫ টাকা মূল্যে মধ্যাহ্ন কালীন আহারের ব্যবস্থাপনাকে সুন্দর করতে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রায়গঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় দ্বিতীয় “মা” ক্যান্টিনে স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে আমরা বিশেষ ভূমিকা পালন করবার জন্য উপস্থিত হয়েছিলাম।
আজ ১১/০৮/২০২৩ তারিখে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস , এই আত্মবলিদান দিবসে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম
ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য মৎস্য দপ্তরের সহযোগিতার মধ্যে দিয়ে পৌরসভার ৫টি জোনের সুপারভাইসর দের হাতে জলাশয়ে ছাড়বার জন্ন্য গাপ্পি মাছ তুলে দেওয়া হলো , তার কিছু ছবি তুলে ধরা হলো |
১৯৫১ সালের ১৯ জুলাই , প্রতিষ্ঠিত হয়েছিল রায়গঞ্জ পৌরসভা। আজ সুন্দর দিনে ৭৩ তম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জ পৌরসভা , এই শুভ মুহূর্তে রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গনে প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে , আমরা সকলে পুনরায় পৌর নাগরিকগণকে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সততা , নিষ্ঠা ও মানবিকতার লক্ষ্যে শপথ গ্রহন করলাম।
জনসাধারনের চলাচলের সুবিধার্থে ও যানজট মুক্ত রায়গঞ্জ তৈরী করবার উদ্দ্যেশ্যে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ভিনায়ক হোটেলের সম্মুখে পৌর বাসস্ট্যান্ড থেকে দক্ষিনমুখী রাস্তায় আনুমানিক ৫০ মিটার দুরত্বে BSNL একটি ক্যাবিনেট পিলার ছিল, যার ফলে মাউষের ও যানবাহন চলাচলের অসুবিধা হতো, রায়গঞ্জ পৌরসভার বিশেষ তৎপরতায় BSNL দপ্তরের সহযোগীতায় উক্ত ক্যাবিনেট পিলারটি সরিয়ে ফেলা হয়েছে, তাঁর ফলে এই যায়গা এখন সম্পূর্নভাবে সকল শ্রেণীর মানুষ ব্যাবহার করতে পারবেন।
০৩রা ডিসেম্বর ,২০২২ তারিখ রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এবং অধ্যাপিকা শ্রীমতি মধুমিতা রায় মহাশয়ের আর্থিক সহায়তায় অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিধান মঞ্চে
আজ সকাল 9 টায় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স,রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন,উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব – এর প্রতিনিধি , স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কান্ডারির কর্ণধারের যোগদানের মধ্যে দিয়ে এছাড়াও রায়গঞ্জ পৌরসভার মাননীয় এবং মাননীয়া কো – অর্ডিনেটর গন , রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের আধিকারিক গনের উপস্থিতিতে শিলিগুড়ি মোড়ে অবস্থিত রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত প্রিয়রঞ্জন দাশমুন্সী মহাশয়ের পূর্নাবয়ব ব্রোঞ্জ মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল।
রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী উকিলপাড়া নিবাসী (১৯ নং ওয়ার্ড) সোমশ্রী দাস মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও বৃহত্তর সাফল্য কামনায় তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হল
রায়গঞ্জ পৌরসভা র উদ্যোগে পৌর সুস্বাস্থা কেন্দ্র এর শুভ উদ্ভোধন.
১৯শে জুলাই , ২০২২ রায়গঞ্জ পৌরসভার ৭২তম প্রতিষ্ঠা দিবস উজ্জাপন অনুষ্ঠান.
One day capacity Building Programme on “Vector Control Management Plan – 2022 & Banglar Bari” Organised by SUDA , UD & MA and Raiganj Municipality AT Moharkunja , Raiganj ON 30.06.2022
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের ১ লা জুলাই জন্মদিন ও প্রয়ান দিবসে রায়গঞ্জ পৌরসভার শ্রদ্ধা নিবেদন
Joint visit at Bandar Central Processing Unit by KMDA, RAIGANJ MUNICIPALITY and AKANSHA Enterprise for remediation of dumpsite under the project of Bio-mining of legacy waste on 19/06/2022
আজ প্রবল বর্ষণের ফলে জমে থাকা জলকে সরাবার জন্য রায়গঞ্জ পৌরসভা এগ্রি- ইরিগেশন দপ্তরের সাহায্য নিয়ে river pump চালিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করেছিল। ২০১৭ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় রায়গঞ্জ পৌরসভা নিরন্তর এই প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই স্বার্থক প্রয়াস এর কিছু ছবি তুলে ধরা হলো।
“BANGLA UNNAYANER POTHE CELEBRATION PROGRAMME” ORGANISED BY RAIGANJ MUNICIPALITY ON 07.05.2022
Area Beautification Initiative by Raiganj Municipality
Rabindra Jayanti – 2022 Celebration by Raiganj Municipality
“MAY DAY 2022” Celebration by Raiganj Municipality
রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। NHAI ও রেলকে দেওয়া হল দাবী সনদ। সকল পৌরবাসীকে সুষ্ঠ নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে আবিচল বর্তমান পৌর প্রশাসন।
শুনুন পৌরপতি এ প্রসঙ্গে কি বলছেন — https://www.youtube.com/watch?v=bEmF1cITAeE&feature=youtu.be
রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক সুবিধা প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে রায়গঞ্জে আগত রাজ্যের মাননীয় মন্ত্রী ও কোলকাতা পুরনিগমের মেয়র জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক সংবর্ধনা ও সন্মাননা
আজ ইং- 30/03/2022(বুধবার) স্থানীয় কাউন্সিলার শ্রী অনিরুদ্ধ সাহা মহাশয়ের প্রচেষ্টায় ও পৌরসভার সহযোগীতায়, 10 জন ড্রেন লেবার, 6 জন ঝাঁড়ুদার দিয়ে 6 জন সুপার-ভ্যাইজারের তত্বাবধানে রেল সংলগ্ন যে “স্টেশন বাজার” তা, ট্যাক্সি স্ট্যান্ডের কালি মন্দির থেকে রেল ওভার ফুট ব্রীজ পর্যন্ত সম্পূর্ণ রূপে ভালো ভাবে পরিষ্কার করা হলো। যেখানে উপস্থিত ছিলেন পৌরসভার মাননীয় পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়, স্যানেটারী ইনেসপেকটার শ্রী সুদেব দাস মহাশয় ও স্থানীয় কাউন্সিলার শ্রী অনিরুদ্ধ সাহা মহাশয়।
Bio- mining of legacy waste and remediation of Municipal waste treatment plant at Bandar trenching ground located at Ward No. 22 under Raiganj Municipality
প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রুখতে রায়গঞ্জের বাজারে বাজারে অভিযান রায়গঞ্জ পৌরসভার।
বিশ্বভাতৃত্ব, ভারতীয় সংস্কৃতি-শিষ্টাচারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে, সেই সাথে প্লাস্টিক দূষনের বিরুদ্ধে বার্তা দিতে ৫৪০ দিন ধরে ভারতের বিভিন্ন রাজ্য ও এশিয়ার বিভিন্ন দেশে একাকী হেঁটে চলেছেন মহারাষ্ট্রের ২০ বছর বয়সী যুবক রোহন আগারওয়ালা।
UPHC – IV মাদার টেরিজা পৌর স্বাস্থ্য সেবাকেন্দ্রে কোভিড ভ্যাকসিনেশনের কাজ দেখছেন পৌরপতি, রায়গঞ্জ পৌরসভা
রায়গঞ্জ পৌরসভার সাফাইকর্মী জিপসি বাসফোর কে দেখতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দেখতে গেলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি মহাশয় ও কাউন্সিলর প্রসেনজিৎ সরকার মহাশয় এবং সংশ্লিষ্ট ডাক্তার এর সাথে কথা বলেন
রায়গঞ্জ পৌরসভা কর্তৃক ভারতবর্ষের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
রায়গঞ্জ পৌরসভা কর্তৃক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি উদযাপন
১৪.০১.২০২২ তারিখ মধ্য রাত্রে করোনা আক্রান্ত ২ জন মহিলা ও ২ জন পুরুষ মৃতদেহ অন্তেষ্টির জন্য বৈদ্যুতিক চুল্লির সামনে বন্দর পৌর শ্মশানে পৌরপতি ও সি.আই.সি মেম্বার সাধন কুমার বর্মন।
বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
রায়গঞ্জ পৌরসভার ব্যাবস্থাপনায় ১৫ থেকে ১৮ বৎসর বয়সী ছাত্র ছাত্রীদের মধ্যে কোভিড টিকাকরন কর্মসুচি পালন
রায়গঞ্জ পৌরসভার পরিচালনায় প্রণবানন্দজি মহারাজের তিরোধান দিবসে প্রণবানন্দজির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন পালন
রায়গঞ্জ পৌরসভার মাননীয় ও মাননীয়া কাউন্সিলরগন মানুষকে একদিকে সচেতনতা এবং অপরদিকে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করার কর্মসূচিতে রায়গঞ্জ এর জাতীয় পতাকা মোর থেকে রায়গঞ্জ এর রাজপথে এগিয়ে চলেছেন
রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে ১৫-১৮ বছর বয়সী ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোভিড টীকাকরণ শিবির – উপস্থিত রায়গঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী সন্দিপ বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
======================================================================================================
X-Mas Celebration at Raiganj Municipality
=========================================================
বিজয়া সম্মেলনী অনুষ্ঠান পরিচালনায় রায়গঞ্জ পৌরসভা
রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির ও বৃক্ষরোপন সপ্তাহের উদযাপনে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ
Observance of World Environment Day – 2021 at Raiganj Municipal Park (05/06/2021)
কোভিড মৃতদেহ সৎকার এ রায়গঞ্জ পৌরসভা
NOVEL CORONA ( COVID-19 ) PREVENTION TRAINING PROGRAMME ON 17.04.2020
======================================================================================================
রায়গঞ্জ পৌরসভা পরিচালিত “মা ক্যান্টিন”
======================================================================================================
মহামারী করোনা মোকাবিলায় রায়গঞ্জ পৌরসভা
রায়গঞ্জ বাসির পাশে রায়গঞ্জ পুরসভার পৌরপতি
FOOD DISTRIBUTION TO THE POOR PEOPLE DURING LOCK DOWN PERIOD BY THE COUNCILLOR, WARD NO 08
SANITIZE WORK BY SODIUM HYDROCLORIDE FROM RAIGANJ MUNICIPALITY
RUPASHREE SCHEME
Birthday Celebration programme of Dr. Bidhan Chandra Roy Organized by Raiganj Municipality on 01.07.2019
|| নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধি অভিযানে রায়গঞ্জ পৌরসভা।।
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ৫ই জুন ২০১৯ বিশ্বপরিবেশ দিবস বন্দর শ্মশানে ও খরমুজাঘাটে পারাপার শ্মশানে বৃক্ষরোপন এবং সেইসাথে রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনে কিছু নবজাতক শিশুর মাতাকে চারাগাছ বিতরন
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদের দিনে উকিলপাড়াতে অবস্থিত ঈদগার মাঠে ইমামদেরকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
https://youtu.be/cKjJ1yjDJJk
Chairman Raiganj Municipality and other Councillor Felicitating the Sucessfull Higher Secondary Candidates and Parent’s of the Candidate
Chairman Raiganj Municipality and other Councillors Felicitating the Successfull Madhyamik Candidates
Important Information Regarding Skill Development Training & SHG
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর প্রদত্ত ডাম্পার ও কম্পেকটর রায়গঞ্জ পৌর এলাকায় কাজ শুরু করল।
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ভারতের প্রয়াত প্রধান মন্ত্রী ভারত রত্ন ইন্দিরা গান্ধীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের পূণ্য জন্মতিথি উদযাপান
পঃ বঃ সরকারের পরিবহন দপ্তরের দেওয়া ট্রমা কেয়ার এম্বুলেন্স ও পৌরসভার নিজ তহবিল থেকে কেনা মিনি সেস পুল ক্লিনার-এর উদ্বোধন অনুষ্ঠান।
রায়গঞ্জ পৌরসভা কর্তৃক ভারতবর্ষের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু চিত্রাবলী
রায়গঞ্জ পৌরসভা কর্ত্তৃক বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে রায়গঞ্জ পৌরসভার শ্রদ্ধার্ঘ্য
রায়গঞ্জ পোরসভা কর্তৃক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গন আলোকীকরণ
বৃক্ষ রোপন কর্মসূচীতে রায়গঞ্জের পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ও আই এম এ সহযোগীতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ২২ নং ওয়ার্ডে উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান
রায়গঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মালপাহাড়ীতে অবস্থিত কমিউনিটি তয়লেট
রায়গঞ্জ পৌর এলাকায় একটি রক্তদান কর্মসূচীতে পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস
Meeting with Hon’ble District Magistrate on Vector Borne Disease – Click to view
রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে সদ্য অবসর প্রাপ্ত তিন পৌর আধিকারিক ও কর্মচারীগনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান।
রায়গঞ্জ পৌরবাসীর উদ্দেশ্যে হোলির শুভেচ্ছা
- রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০১৮ উদযাপন
- ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করছেন রায়গঞ্জের পৌরপতি সহ বিশিষ্ট জনেরা।
- নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনারত রায়গঞ্জের পৌরপতি শ্রী সন্দিপ বিশ্বাস
- পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর পর উত্তেজিত জনতার ক্ষোভ প্রশমনে রায়গঞ্জের পৌরপতি শ্রী সন্দিপ বিশ্বাস
- রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পূর্ণ মর্যাদায় মহাত্মা গান্ধীর তিরোধান দিবস শহীদ দিবস অনুষ্ঠান
- রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যাবহারের বিরুদ্ধে প্রচার অভিযান
- লায়নস ক্লাব, রায়গঞ্জের এর উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণী শিবিরে – পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস ও উপপৌরপতি শ্রী অরিন্দম সরকার
- উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ র্যালিতে – পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস ও উপপৌরপতি শ্রী অরিন্দম সরকার
- স্বামী বিবেকানন্দের পূণ্য জন্ম তিথি উপলক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ – পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস ও উপপৌরপতি শ্রী অরিন্দম সরকার
- রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের পূণ্য জন্মতিথি উদযাপন




- রায়গঞ্জ মিউনিসিপাল পার্কের নবনির্মিত আলো ও ধ্বনিসহ ফোয়ারা
- নব রূপে সজ্জিত রায়গঞ্জ মিউনিসিপাল পার্কের উদ্বোধনে পৌরপতি ও উপ-পৌরপতি
- রায়গঞ্জ পৌরসভার কর্মচারী শ্রী আশীষ কুমার গুপ্ত মহাশয়ের পুত্র শ্রীমান স্নেহাশীষ গুপ্ত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। রায়গঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয় আগামী পাঁচ বছর প্রতি বছর ১৫০০০/- টাকা করে প্রদান করবেন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে।গত ২০ শে ডিসেম্বর পি সি চন্দ্র গ্রুপের পক্ষ থেকে রাজ্যের মাননীয় শিক্ষা মন্ত্রী ড পার্থ চট্টোপাধ্যায় স্নেহাশীষের হাতে জওহর লাল চন্দ্র মেরিট স্কলারশিপ (৫০০০০/-) তুলে দেন।
- রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড-এর উদ্বোধন করছেন পৌরপতি শ্রী সন্দিপ বিশ্বাস মহাশয়
- শহীদ ক্ষুদিরাম বসুর পুণ্য জন্মতিথিতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য
- রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানে বৈদ্যুতিক চুল্লীর কাজ চলছে।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত কর্মশালা
- Fogging by Raiganj Municipality to destroy mosquito larvae at different locations
- Word Committee Meeting at Birnagar F. P. School
- Chairman of Raiganj Municipality Sri. Sandip Biswas in Religious Festival at Netaji Subhas Colony, Ward No. – 22.


- Recently Raiganj Municipality Matri Sadan Has Shown the Unique Face of Humanity
-
Doctor with Mother The New Born Baby Team Matri Sadan - Dengue Prevention Programme by by SWM Department under Raiganj Municipality
Chairman Sri. Sandip Biswas - IT Based Training Programme at Raiganj Municipality
IT based Training Programme at Raiganj Municipality IT based Training Programme at Raiganj Municipality IT based Training Programme at Raiganj Municipality IT based Training Programme at Raiganj Municipality IT based Training Programme at Raiganj Municipality IT based Training Programme at Raiganj Municipality - Cleaning Programme at Raiganj Hospital and Raiganj Municipality
Cleaning Programme at Raiganj Hospital Campus Cleaning Programme at Raiganj Hospital Campus Cleaning Programme at Raiganj Hospital Campus Cleaning Programme at Raiganj Hospital Campus Cleaning Programme at Raiganj University Campus Cleaning Programme at Raiganj University Campus - Activities to control mosquito reproduction…
- Cleaning Programme
- Dengue Prevention Activities
- Homage to Ex Prime Minister Indira Gandhi on her Death Anniversary
ছট পূজার ছবি।
রায়গঞ্জ শহরকে আলোয় সাজিয়ে তুলতে পৌরসভার প্রয়াস – নতুন উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ শিশু সদনে ভাই ফোটার আসর



রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে তৈরী বাজী বাজার





Inauguration of Renovated Raiganj Municipal Matri Sadan



Farewell Ceremony of two veteran municipal employees

Celebrating Gandhiji’s Birthday
Mission Nirmal Bangla Avijan
